শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

সত্যিকারের নামাজ বা প্রকৃত নামাজ

প্রকৃত নামাজ তো উহাই যা দ্বারা মাওলার সহিত বান্দার মিলন ঘটে, প্রেমস্পদের সহিত প্রেমিকের প্রেম বিনিময় ও ভাবের আদান প্রদান সংঘটিত হয়। প্রেমিক তো চায় প্রেমাস্পদকে এক নজর দেখতে, তাঁর নিকটবর্তী হতে, তাঁর কাছে বসতে এবং তার সাথে একটু বাক্যলাপ বা প্রেমালাপ করতে। এত টুকু হলেই তার জীবনটা ধন্য হয় এবং তার মনের সব আশা-আকাঙ্খা পূর্ন হয়।
প্রেমময় মাবুদ তাই বড়ই কৃপা করে তাঁর প্রেমিক বান্দাদের কে তাঁরই  দরবারে হাজির হওয়ার এবং তাঁকে প্রাণ ভরে দর্শন করার এবং তাঁর কাছে আবেদন, নিবেদন ও প্রানের বারতা জানানোর সঠিক নিয়ম কানুন জানিয়ে দিয়েছেন। অন্যথায় সারা জিন্দেগী চেষ্টা সাধনা করেও বান্দার সাধ্য ছিলনা তাঁকে পাওয়ার ও তাঁর দরবারে হাজির হওয়ার। কিভাবে আজিজি ইনকেছারী বা বিনয় প্রদর্শন করে তাঁর প্রেমভিক্ষা করতে হয়, কিভাবে তাঁর গুন গাইতে  হয়, গুণকীর্ত্তন করতে হয়, কিভাবে হাত বেঁধে ঘাড় মাথা নোয়ায়ে কখনও বা ভূলূন্ঠিত হয়ে তাঁর বড়ত্ব ও মহত্ত্ব ঘোষণা করে, এবং বান্দা নিজের নিয়াজ মন্দির স্বীকার করে তার প্রেম সুধা পান করতে হয়। তা সবই তিনি তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বা শিক্ষা দিয়েছেন ।